শৈলকুপা প্রতিনিধি:
শৈলকুপায় নিত্যনন্দনপুর ইউনিয়নের সেখড়া গ্রাম থেকে তিনজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিয়া মন্ডল পিতা মৃত হোসেন মন্ডল ও সাইফুল ইসলাম পাভেল পিতা সানাউল্লাহ মিয়া দুটি পরিবারের মাঝে পূর্বে থেকেই পারিবারিক শত্রুতা ছিল। সম্প্রতি বাজারে মোটরসাইকেল এক্সিডেন্ট কে কেন্দ্র করে সাইফুল ইসলাম পাভেলসহ আনুমানিক ০৮ থেকে ১০ জন সদস্য নিয়ে মোঃ জিয়া মন্ডলের বাড়িতে গেলে এলাকাবাসীদের সহযোগিতায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করে। পরে সাইফুল ইসলাম পাভেলকে এলাকাবাসী মেরে এক হাত এবং দুই পা ভেঙ্গে গুরুতর আহত করে ফেলে রাখে। তারপর মোঃ জিয়া মন্ডল বাড়ির পাশে রাস্তার ওপর দুটি পিস্তল এবং দুইটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে শৈলকুপা আর্মি ক্যাম্প কে অবগত করলে শৈলকূপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে দুইটি অস্ত্র, ৮ রাউন্ড অ্যামোনিশন ম্যাগাজিন দুইটি, দুইটি মোটরসাইকেল এবং তিনজকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় দক্ষিন মনোহরপুর গ্রামের সাইফুল ইসলাম পাভেল (৩৬), পিতা সানাউল্লা মিয়া, আলী রাজ শেখ (২১) পিতা আজগর আলী শেখ, সোবাদ আলী মোল্লা (৫৫) পিতা মৃত কিয়াম উদ্দিন কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি মোটরসাইকেল, ৮ রাউন্ড এ্যামিনেশন ও ২টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।