ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর চররূপপুর গেনা মার্কেট সংলগ্ন পদ্মা নদীতে ডুবে মৃত্যুবরণ করেন চরররূপপুর সারেং পাড়ার এক ছেলে । তার বয়স আনুমানিক ১৫ বছর হবে । সে রূপপুর মোড়ের কোন এক গ্যারেজে কাজ করে । নিহত ব্যক্তি আজকে দুপুর তিনটার সময় চররূপপুর গেনা মার্কেট সংলগ্ন পদ্মা নদীতে দুই বন্ধুর সাথে গোসল করতে আসে । তারপর সে সাতার না জানায় নদীতে স্রোত থাকায় ডুবে যায় । তারপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন মিলে তাকে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে উদ্ধার করে।