ক্রীড়া ডেস্কঃ
সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এই ম্যাচ।
এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। কারণ শেষ ম্যাচের দিকে তাকিয়ে থেকে বাড়তি ঝুঁকি নিতে চায় না টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে আগে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে নতুন ইতিহাস লেখার।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে কালো আর্মব্রান্ড পরে খেলতে নামবেন পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা।
এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।