আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগ-এর যৌথ উদ্যোগে ২০ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হলো জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শহিদ স্মরণে “এক শহিদ এক বৃক্ষ কর্মসূচি” ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী কক্সবাজারের ৪ জন শহিদ হয়। তারা হলেন, শহিদ ওয়াসিম, শহিদ তানভীর, শহিদ নুরুল আমিন ও শহিদ আহসান হাবিব – এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ও গাছের চারা রোপন করেন, কক্সবাজার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ সালাহ্উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুদ্দিন শাহীন, আহত জুলাই যোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও ছাত্র প্রতিনিধিবৃন্দ। শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের আন্তরিক অভিব্যক্তিতে আয়োজনটিতে আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যের পর চার শহিদের স্মরণে শহীদ পরিবারের সদস্য সহ জেলা প্রশাসক মহোদয়ের স্বহস্তে চারটি গাছের চারা রোপণ করা হয়। রোপন কৃত গাছের চারাগুলি হল আত্মত্যাগের প্রতীক কৃষ্ণচূড়া গাছের চারা, নির্ভীকতার প্রতীক অর্জুন গাছের চারা, বিজয়ের আনন্দের প্রতীক কদম গাছের চারা,অনুপ্রেরণার প্রতীক সোনালু গাছের চারা।
শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে রোপিত বৃক্ষগুলো কক্সবাজারের শহিদদের স্মরণে একটি সবুজ শ্রদ্ধাঞ্জলি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।