মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে শহরের উত্তর ইসলামপুর এলাকায় সড়ক বিভাজনের উপর ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় শহিদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজলের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এলজিইডি মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, প্রতিটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ শহিদদের নাম, জন্ম ও মৃত্যু তারিখ এবং সরকারি গেজেট অনুযায়ী মৃত্যুর বর্ণনা থাকবে। মাটি থেকে এর উচ্চতা হবে ৮ ফিট। ঢাকা থেকে পাথরের মিশ্রণে ঢালাইকৃত মূল অংশটি পাঠানো হবে। প্রতিটি স্ট্যাম্প নির্মাণসহ সোলার লাইট স্থাপন ইত্যাদির ব্যায় হবে আনুমানিক দেড় লাখ টাকা। জেলা পরিষদের অর্থায়নে সরাসরি এলজিইডির তত্ত্বাবধানে আগামী ৭-১০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে।’
এসময় উপস্থিত ছিলেন, শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম, শহিদ রিয়াজুল ফরাজীর মেয়ে রিয়া মনি ও শহিদ নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানী শেফালি বেগম।
জুলাই গণঅভ্যুত্থান ও শহিদদের স্মরণে মাসব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসাবে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।