সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে (৮৯) বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ৪ মেয়ে ও আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী দলীয় নেতাকর্মী রেখেছেন। আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ১৯৯১ / ১৯৯৬ /১৯৯৬/ ২০০১ সালে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি ধুবিল জমিদার পরিবারে জন্য গ্রহণ করেন ৭ ভাইয়ের মধ্যে তিনি জীবিত ছিলেন । আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার , রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম , সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক , তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স,ম আফছার আলী , সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল।