ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল-এর সম্পাদনায় ধুনটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্বলিত “সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
আজ (১৭জুলাই ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর ২ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল-এর সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং পরবর্তী প্রজন্মকে এসব সম্পর্কে অবগত করতে অবশ্যই এমন গ্রন্থ অনেক উপকারী। অতএব, উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিলের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয় এবং এমন উদ্যোগ আমাদের সকলেরই গ্রহণ করা উচিত।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।