ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে হাই ভোল্টেজ জেনেটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত একটি ডোবা জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার সাফুয়া এলাকার ডাকাতিয়া নদীর পাড়ের ডোবা জমি থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আব্দুল মান্নান সাফুয়া পণ্ডিত বাড়ির বাসিন্দা। তিনি ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। পেশায় কৃষক মান্নান ছিলেন এক ছেলে ও দুই মেয়ের জনক।
নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা জমিতে মিলল তার মরদেহ ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে আব্দুল মান্নান ধানের বীজ বপনের জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিনভর খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে তাঁর ছেলে রমজান ও ভাই আব্দুল হান্নান প্রতিবেশী বিল্লাল গাজীকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে গিয়ে পাশের একটি ডোবা জমিতে চিত হয়ে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।
স্থানীয় সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বলেন, সকালবেলা মান্নান ধানের জমি পরিষ্কার করতে গিয়েছিলেন। সেখানে জেনেটারের হাই ভোল্টেজ লাইনের লিংকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। হত্যা বলেও মনে হচ্ছে না।
সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদের জেনারেটরের তার পড়ে আছে। ধারণা করছি, সেই তারে শর্টসার্কিট হয়েই বিদ্যুৎস।