ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ।
এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়, গত ১১ জুলাই রোজ শুক্রবার সকাল দশটায় পারধুনট গ্রামের রফিকুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তিতে প্রতিপক্ষ মোঃকালাম মন্ডল(৪৫) মোঃ শহিদুল ইসলাম মন্ডল (৫০) উভয়ের পিতা মৃত মনছের আলী মন্ডল। মোঃ কালু সরকার (৬০) পিতা মৃত পন্ডিত সরকার, মোঃ সুজন মিয়া (২২) মোঃ সজিব মন্ডল (২৬) উভয় পিতা মোঃ শহিদুল ইসলাম মন্ডল, মোঃ সাজু মিয়া (১৯) পিতা মৃত চাঁন মিয়া সরকার । মোঃ রফিকুল ইসলাম মন্ডল এর তফসিল ভুক্ত সম্পত্তি যাহার মৌজা ধুনট জেল নং (৩৭) সি এস নং (৭২৬) এস এ খতিয়ান নং (১২২৬) খারিজী হিসাব নং (৪৭৯৪) দাগ নং (১০৬৯) /(১০৭০)ধানি জমির পরিমাণ মোট (৬৬) শতাংশ। উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির বনজ গাছ লাগানো ছিল। বিবাদী পক্ষ লাঠিসোটা, লোহার রড,রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে উক্ত জমিতে জোর পূর্বক অনুপ্রবেশ করিয়া প্রায় (১৬) টি গাছ কর্তন করে যাহার মূল্য প্রায় (৬০,০০০) হাজার টাকা সমপরিমাণ আর্থিক ক্ষতি সাধন করে বলে জানা যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম মন্ডল ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রফিকুল ইসলাম বলেন, উক্ত সম্পত্তি আমার ক্রয়কৃত সম্পত্তি কাগজ পত্র খাজনা খারিজ সবকিছু আমার নামে তারপরও কি কারণে এই জমির গাছ কর্তন করে ক্ষতি সাধন করল ,আমি বুঝতে পারলাম না। দেশের প্রচলিত আইনে আমি এর সঠিক বিচার চাই। এবিষয়ে এস আই অমিত হাসান বলেন,(৯৯৯)ত্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরবর্তীতে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।