ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার আওতাধীন শেরপুর উপজেলা শাখার ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুর ২ঘটিকা থেকে দলের উপজেলা কার্যালয়ে শাখা সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যুবনেতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আশরাফুদ্দীন আল আজাদ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওঃ আতিকুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়য়ক সম্পাদক মুফতী কাওছার আহমেদ, উপসম্পাদক মুহাম্মদ উসামা বিন জাহিদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এম.আলিফ হোসাইন প্রমুখ।