রাণীনগর প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় একটি মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক হিফজ বিভাগের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুর ৩ টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম রাজশাহী জেলার চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, তামিম গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল এবং জুমার নামাজেও অংশ নেয়নি। দুপুরে খাবারের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়।
মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা জানান, তামিম সব সময় হাসিখুশি থাকত। কীভাবে এমন ঘটনা ঘটল, তা কেউই বুঝে উঠতে পারছে না। মাদ্রাসার মহতামিম মাওলানা রেজুয়ানুল ইসলামও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।