1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার পন্য আটক

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :

বুধবার (০৯ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৯ বোতল ভারতীয় ভারতীয় মদসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি আমবাগান হতে ১৯ বোতল ভারতীয় পান্স মদ ও চান্দুরিয়া বিওপির আভিযানে কুলবাগান হতে ১০০ বোতল ভারতীয় পান্স মদ আটক করে।
এছাড়াও, পদ্মশাখরা বিওপির আভিযানে দাসপাড়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানা এলাকা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে নটিজঙ্গল হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির আভিযানে কেড়াগাছি ও গড়াখালী হতে ১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে গড়াখালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানে চেকপোস্ট এলাকা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
হিজলদী বিওপির আভিযানে বরালী হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির আভিযানে সুলতানপুর পাকা রাস্তা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করতঃ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট