
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি :
আজ ০৯/০৭/২০২৫ ইং রোজ বুধবার সকালে পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের,নামদার আলীর স্ত্রী মোছা: শুকুরন নেছা(৪০) এর সাথে,প্রতিবেশী, মৃত ফয়জ্যার ছেলে,হাসমত আলী (৫৫) এবং মো:হাসেম আলীর জামাই, শামীম হোসেনের সাথে বাড়ির জমির আঙ্গিনা নিয়ে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির একপর্যায়ে, প্রতিপক্ষ শুকুরন নেছা কে কিল,ঘুসি,লাথি মারতে শুরু করে।মারের এক পর্যায় হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে। আঘাতের পারে চিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুকরানকে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার পরে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ কারি পক্ষের। দাবি দ্রুত অপরাধীদের কে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
Like this:
Like Loading...
Related