1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নান্দাইলে নতুন রাস্তার উদ্বোধন করলেন সাবেক মেয়র পিকুল

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে অবশেষে নির্মিত হলো নতুন একটি কাঁচা রাস্তা। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর নিজস্ব অর্থায়নে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে চেঙ্গুয়া খাল সুইচগেট বাপাইল বিল পর্যন্ত ৩৫০০ ফুট দীর্ঘ এই রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। বুধবার (৯ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাস্তাটির শুভ উদ্বোধন করেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিণ গ্রামের প্রধান সড়কের ব্রিজ থেকে শুরু হয়ে ১ নং স্লুইস গেটের বাপাইল বিল পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। পূর্বে এই পথে কোনো রাস্তা না থাকায় স্থানীয় কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত।

 

রাস্তাটির উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন কাপড় দিয়ে সাজানো হয় প্রবেশদ্বার। স্থানীয় বাসিন্দা শেখ চান সহ আরও অনেকে জানান, এই রাস্তাটি তাদের বহুদিনের স্বপ্ন ছিল। সাবেক মেয়র পিকুল তাদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসায় তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই রাস্তা হওয়ার কারণে আমাদের জীবনযাত্রা সহজ হবে। এখন কৃষিপণ্য পরিবহন, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করা অনেক সহজ হবে।”

মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর বক্তব্যে বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। এলাকাবাসীর কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থাকব।

এছাড়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট