নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটকের পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। আটক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।