1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত ও সেবাইতদের সাতক্ষীরায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র বান্দরবানের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মাদক সেবনকারী এবং মানব পাচারকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন মতবিনিময় সভায় অনুজা নওগাঁয় প্রেমের বিয়ের পর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর সাজা গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নিহত-৩৫ পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

ভূমি দস্যু ইসলাম উদ্দিনের আতঙ্কে সাখাওয়াত পরিবার- ১২ লাখ টাকা চাঁদা আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় এক ভূমিদস্যু চক্র। এই চক্রের পেছনে রয়েছে বিএনপির এক নেতার সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সাখাওয়াত হোসেন নামের একজন ভুক্তভোগী। জমি দখলের চেষ্টাসহ বসত বাড়িতে হামলা করে সিসি ক্যামেরা ও মার্কেট ভাঙচুর করে, মারধর, হুমকি এবং মিথ্যা মামলার শিকার হয়ে তিনি তার পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানায়।

০১/০৭/২০২৫ ইং গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মো. সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি আরো জানান, শিরিরচালা এলাকার বাসিন্দা হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ বানিয়ারচালা মৌজায় এসএ ৫৬৩, এস ২৪৯ ও আরএস ২৫৪৮ দাগের মোট ১২৬ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসিতেছেন।তবে সম্প্রতি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের মদদে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র তাঁর জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।ভুক্তভোগী দাবি করেন, গত ২৩ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ১/রমজান, ২/ফারুক হোসেন, ৩/বাবু মিয়া, ৪/দেলোয়ার হোসেন দেলু, ৫/ফরিদ আলম, ৬/মাসুম, ৭/আলভী সরকার, ৮/রাজ্জাক, ৮/কফিল, ৯/আল আমিন সহ ১৮-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার মালিকানাধীন জমিতে বেআইনী জনতাবদ্ধে প্রবেশ করে। তারা মূল ফটক ভেঙে জোরকরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সিসি ক্যামেরা, মার্কেট ও স্থাপনা ভাঙচুর করে। এ সময় নিরাপত্তা কর্মীদের মারধর করে গুরুতর জখম করে এবং প্রায় ২,৭০,০০০ (দুই লক্ষ সত্তর হাজার) টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এ ঘটনার পর ২৫ জুন জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। কিন্তু মামলা দায়েরের পর থেকেই ভুক্তভোগী পরিবার নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন সাখাওয়াত হোসেন।তিনি আরও জানান, মামলা তুলে না নিলে তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যাতে করে তাকে আওয়ামী পন্থী হিসেবে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। শুধু তাই নয়, গত ২৯ জুন নাদিম হায়দার নামের একজন লোক বাদী হয়ে সাখাওয়াত হোসেন ও তার পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন বলেন,আমি এবং আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে,প্রকৃত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট