আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
জার্মানীতে ডাঃ সাকলাইন রাসেল আয়রনম্যান খেতাব জিতলেন। তাঁর জন্মভুমি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ রূপসী গ্রামে। তিনি পেশায় একজন চিকিৎসাসেবায় সহযোগী অধ্যাপক। এ ছাড়াও আরিজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান। আরিজ ফাউন্ডেশন কর্তৃক প্লে থেকে ৫ম শ্রেনী স্কুল চালাচ্ছেন এবং ৬ষ্টশেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত (প্রস্তাবিত) প্রতিষ্ঠান গড়েছেন। সহযোগী অধ্যাপক ডাঃ সাকলাইন রাসেল আয়রনম্যান খেতাব লাভ করায় স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবা কর্তৃক নিবন্ধনকৃত রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (RGUS) এর সভাপতি ডাঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম এক বিবৃতিতে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। ## ০৩-০৬-২০২৫