আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার বিকালে রংপুর জেলা বিএনপি’র উদ্যোগে ও জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় শহীদ জিয়ার কর্মময় জীবন ভিত্তিক ‘বই প্রদর্শনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, রশিদুজ্জামান মিল্লাত।
সহ দপ্তর সম্পাদক তারিকুল আলম তেনজিংআলোচক ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), মোঃ আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম,জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,এস.এম. মহির উদ্দিন। দ
রংপুর জেলা বিএনপি’র আহবায়ক, মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে সঞ্চালনায় করেন রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব,মোঃ আনিছুর রহমান লাকু।এসময় জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি’র সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম. মহির উদ্দিন বলেন, রংপুর জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বই নিয়ে এমন উচ্ছ্বাস আগে কখনো দেখিনি। ধন্যবাদ রংপুর জেলা বিএনপির সকল নেতাদের। রংপুর জেলা বিএনপি’র নেতাদের মত সকল নেতা যদি তার কর্মীদের বই পড়ার প্রতি উৎসাহ দিতো তাহলে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই রংপুর জেলা বিএনপির আহবায়ক মো: সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকুকে।