নান্দাইল প্রতিনিধি:
‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮মে) সকাল ১০ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, চিকিৎসক, সাংবাদিকসহ নার্সরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে।