ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘরের ইউনিয়নের বিটঘর দক্ষিণ পাড়ার চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আজ রাতে মৌলভী বাড়ির এনামুল হককে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করে। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।