আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনবান্ধব সেবা পৌঁছে দিতে সরকার আধুনিক, দক্ষ ও টেকসই ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করে আধুনিক ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে। ২৬ মে ২০২৫ সোমবার সকাল ১০ টায় সার্কিট হাউজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করেন।
এ ধারাবাহিকতায় দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও একযোগে পালিত হচ্ছে ভূমি মেলা ২০২৫। বিভাগের ৮ টি জেলা ও ৫৮ টি উপজেলায় এই মেলার আয়োজন করা হয়েছে।যার মাধ্যমে জনগণকে ভূমি ব্যবস্থাপনার আধুনিক উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সলসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একাধিক ডিজিটাল সেবা চালু করেছে, যার মধ্যে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদানের মতো উদ্যোগগুলো ইতোমধ্যেই জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।অনুষ্ঠানে রংপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব দিকগুলোকে তুলে ধরেন। ভূমি মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নাগরিক সেবাকেন্দ্র স্থাপন, তথ্যবহুল প্রদর্শনী ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে এবং সেবা গ্রহণে আগ্রহী হবে।