ক্রীড়া ডেস্ক:
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস টিকিটের বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন। তিনি ফুটবলপ্রেমীদের ভোগান্তি ও আগ্রহ নিয়ে বলেন, আমরা টিকিফাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।
তারা জানিয়েছে, এক সঙ্গে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। বাফুফের পক্ষ থেকে তাদেরকে সার্ভার স্বাভাবিক ও সচল রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যেন ফুটবলপ্রেমীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।
সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকেট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।
টিকিট কেনার নিয়ম
দর্শককে নিজের নাম, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর চেকআউট প্রসেসে গিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১০ জুন সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে।