1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জুম্মার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩ সৌদি আরবে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি প্রবাসী শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে সরাইল উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক

সুজানগরে নকল ইঞ্জেকশন পুশে কলেজ ছাত্রীর মৃত্যু,ফার্মেসীর মালিকের ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেন ,পাবনা প্রতিনিধি :

পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই এলাকায়, নকল ইঞ্জেকশন পুশ করায় নিভে গেল কলেজ ছাত্রীর প্রাণ। স্কয়ার ঔষুধ কোম্পানীর নকল ইঞ্জেকশন বিক্রয়ের অপরাধে সাঁথিয়ার কাশিনাথপুর কাওসার ফার্মেসীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। কলেজ ছাত্রী রিপা(২৩) সুজানগর উপজেলার দুলাই গ্রামের, আ: রহমানের মেয়ে ও এডওয়ার্ড কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের ছাত্রী।জানা যায়, কলেজ ছাত্রী রিপা অসুস্থ হলে তার শরীরে ট্রাইফয়েড জ্বর ধরা পড়ে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাস করা, এমবিবিএস ডাক্তার ইলিয়াস হোসেন, রিপাকে স্কয়ার কোম্পানীর সেফট্রোন ইঞ্জেকশন ২গ্রাম আইভি শরীরে পুশ করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কলেজ ছাত্রীকে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট থেকে ইঞ্জেকশন ক্রয় করে(যার ব্যাচ নং ছিল ৭ ডিজিটের) পুশ করা হয়। ২১ মে সকালে পূর্ণরায় একই ইঞ্জেকশন রিপার শরীরে পুশ করলে সে কিছুক্ষনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে ইঞ্জেকশনটি পূর্বের ইঞ্জেকশনের সাথে মিল করলে তার ব্যাচ নং ( ৮ ডিজিটের) এর গরমিল পাওয়া যায়। যেখানে স্কয়ারের ঔষুধ হয় ৭ ডিজিডে সেখানে পুশ করা ইঞ্জেকশনের রয়েছে ৮ ডিজিডের ব্যাচ নং। ওই ইঞ্জেকশনটি মেডিসিন পয়েন্ট স্কয়ার কোম্পানীর এস,আর হাবিবুর রহমান সরকারের নিকট থেকে গ্রহণ করেন। যা হাবিবুর রহমান কাশিনাথপুরের কাওসার ফার্মাসীর নিকট থেকে এনে দেন বলে মেডিসিন পয়েন্টের বিক্রয় প্রতিনিধি মৃদুল জানান। কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা স্কয়ার কোম্পানীকে অবহিত করলে ২২ মে (বৃহস্পতিবার) কোম্পানীর পক্ষ থেকে পাবনা ড্রাগ সুপারকে বিষয়টি জানানো হয়। ড্রাগ সুপার রোকনুজ্জামান ওই দিনই বিষয় টি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী র্কমর্কতা রিজু তামান্না ভ্রাম্যমান আদালত বসিয়ে কাওসার ফার্মেসীর মালিক মোস্তফাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। খোঁজ নিয়ে জানা গেছে কাশিনাথপুরের কাওসার ফার্মেসী কোম্পানীর বাইরে কম দামে বিভিন্ন লডে ওষুধ ক্রয় করে থাকেন। তারা কম দামে নকল ওষুধ ক্রয় করে বেশি দামে ক্রেতাদের নিকট বিক্রয় করে থাকেন বলে অভিযোগ আছে। কলেজ ছাত্রীর কাকা ইমরান খান জানান, ভ্রাম্যমান আদালতের জরিমানায় আমরা নিরাশ হয়েছি। কাওসার ফার্মেসী নকল ওষুধ বিক্রয় করে মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। আমরা তার ব্যবসা বন্ধের দাবী জানাই।
এমবিবিএস ডাক্তার ইলিয়াস হোসেন জানান, ইঞ্জেকশনটি সরাসরি স্কয়ার কোম্পানীর এস,আর এর নিকট থেকে সংগ্রহ করা হয়। পরে আমরা কোম্পানীর সাথে যোগাযোগ করলে তারা জানান, ইঞ্জেকশনটি স্কয়ারের নয়। এটি নকল করা হয়েছে।
এ ব্যাপারে স্কয়ারের উর্ধতন কর্মকর্তা রেজাউল করিমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুশ করা ইঞ্জেকশনটি স্কয়ারের নয়। আমাদের কোম্পানীর নাম ব্যবহার করে ওষুধটি নকল করা হয়েছে। তিনি বলেন, নকল বন্ধে স্কয়ার প্রতিনিয়ত মোরক ও ডিজাইন পরিবর্তন করি। পাবনা ড্রাগ সুপার রোকনুজ্জামান জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। আমরা স্কয়ার কোম্পানীর এস,আর হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি কোম্পানীর নিকট। তা ছাড়াও কলেজ ছাত্রীর পরিবার চাইলে তারা আইনের আশ্রয় নিতে পারে। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মবর্তা রিজু তামান্না জানান, অভিযোগ পাওয়ার পর কাওসার ফার্মাসীতে অভিযান চালাই। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭০ হাজার টাকা ফার্মেসীর মালিকে জরিমানা করা হয়। যা ভ্রাম্যমান আদালতের আইনে সর্বোচ্চ জরিমানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট