নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণের মধ্য দিয়ে কার্ড বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।বুধবার (২১ মে) জাহাঙ্গীরপুর ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার ভিজিএফ কার্ড বিতরণ করেন।ব্যতিক্রম উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সর্বপ্রথম কোন রাজনৈতিক নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের হস্তক্ষেপ ছাড়া স্বচ্ছতার মাধ্যমে ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছে। ইউএনও সারমিনা সাত্তার এই কার্যক্রম সম্পর্কে জানান, নান্দাইল উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর মাঝে নির্ধারিত পরিমাণ কার্ড বিতরণ নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ।অসহায় ও দরিদ্র মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করেই এ কার্ড দিচ্ছি। এছাড়াও দরিদ্র শিক্ষার্থীর মা-বাবাদের মাঝেও কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং ঈদুল আজাহার আনন্দ ভাগাভাগি করার সুযোগ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।