ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
২৮ মে,২০২৫ তারিখে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে আসন্ন তারুণ্যের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মাদারীপুরে ২১ শে মে বুধবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে সেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। উক্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজ এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, নূরুল হুদা বাবু, মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজ, সহ-সভাপতি মোঃ জামাল খান, আলিম চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শিকাদার, মাদারীপুর সদর উপজেলা শাখার আহবায়ক খবির খান, সদস্য সচিব মিরাজ তালুকাদর সহ রাজৈর, শিবচর, কালকিনি, ডাসার উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিবগণ। উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দ। এসময় বক্তরা বলেন, তরুণরাই হলো আগামীর দেশ ও জাতির কর্ণধার আর তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএন পি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের তরুণ সমাজ ও মাদারীপুরবাসি আমরাঐক্যবদ্ধ। ফ্যাসিবাদ কে সম্পূর্ণ বিদায় করে মহাসমাবেশকে সফল করার জন্য আমরা প্রস্তুত।