নান্দাইল প্রতিনিধি:
সরকারি কোন ছুটি নেই তবুও তালা ঝুলছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে। গত কয়েকদিন ধরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার খামখেয়ালিপনায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া এ সপ্তাহে শনিবার সরকার জারিকৃত কর্মদিবসে ও দেখা যায়নি উপজেলা মাধ্যমিক অফিসার মো. রফিকুল ইসলাম ভূঁইয়া কে। ওই কর্মকর্তা নান্দাইল উপজেলা যোগদানের পর থেকেই অফিসে আসেন সপ্তাহে তিন দিনে। বাসা নিয়ে স্বপরিবারে থাকেন বিভাগীয় শহর ঢাকায়।
একাধিক শিক্ষকরা জানিয়েছেন,সপ্তাহে দুই থেকে তিন দিন দেখা মেলে ওই শিক্ষা অফিসারের। বিশেষ কিছু কাজ থাকলে দেখা যায় অফিস করছেন থাকে। এ এছাড়া অফিস করছেন ফিল্ড সুপারভাইজার ও অন্যান্য কর্মচারী।রোববার (১৮ মে) সকাল ১২ টায় সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে আসলে দেখতে পান ওই অফিসটি তালাবদ্ধ রয়েছে। একইভাবে গত শনিবার (১৭ মে) সকাল গড়িয়ে বিকেলে এসেও অফিসে পাওয়া যায়নি সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে ।
উপজেলা একাডেমি সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, দেখতেই তো পাচ্ছেন রুমে তালা জ্বলছে।এখানে আমার কিছুই বলার নেই। আজ রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম ভূঁইয়া কে মোবাইল ফোনে অফিস তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তালা ঝুলার উচিত ঝুলবে। এতে অসুবিধার কি? জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন বলেন,আমি তাকে ছুটি দেইনি। আমার কাছে থেকে কোন ছুটির জন্য আবেদন করিনি। বিষয়টা আমরা দেখব।