নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা বিএনপির অর্থ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হোসেন তাপস এর নেতৃত্বে স্মরণকালের বিশাল আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি নবীনগর আলিয়াবাদ বাস স্টেশন থেকে শুরু হয়ে লম্বায় আদালত পর্যন্ত হয়।দীর্ঘ এক কিলোমিটার দৈর্ঘ্যের এই মিছিলটি সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মিছিল।এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, সাবেক মেয়র মো. মাইনুউদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী, মফিজুর রহমান মুকুল, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সায়েদ, সাবেক কাউন্সিলর মামুন, সাবেক কাউন্সিলর মো. তাহের মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুব দলের আহবায়ক আলী আজ্জম, ইকবাল মোল্লা, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখার আহবায়ক সামদানি হৃদয় পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আরিয়ান জাহিদ,সাদ সজীব,আবু ইউসুফ সহ অন্যান্যরা।
কাজী নাজমুল হোসেন তাপস আলোকিত নিউজ কে বলেন, আমি নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। আজকের আনন্দ মিছিল আমাদের বিজয় মিছিল।
হযরত আলী বলেন, নবীনগরের তিন বারের এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের সুযোগ্য ছেলে কাজী মো. নাজমুল হোসেন তাপস ভাইকে ইনশাআল্লাহ আমরা এমপি হিসেবে পাবো।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।