1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ঈশ্বরগন্জে গরু চুরির হিড়িক

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ওই গরু গুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। বুধবার (১৪ মে) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার কৃষক আবু সাঈদ ভূঁইয়া  আব্দুল তার সহোদর ভাই আব্দুল লতিফ ভূঁইয়া ও তাদের চাচাতো ভাই কাশেম ভূঁইয়া। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ২ টি, গাভী ৪টি ও বাছুর ২ টি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধীক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে, একই বাড়ি থেকে একরাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতংক বিরাজ করছে। গরুর মালিক আবু সাঈদ ভূইয়া বলেন, রাতে গোয়াল ঘরে গরু বেঁধে ঘুমাতে যায়। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট