নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন ১নং বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামাটখালী গ্রামে জোরপূর্বকভাবে জমি দখলের অভিযোগ উঠেছে মৃত হায়দার আলী ভূঁইয়ার ছেলে মো.জাওদ হোসেন ভূইয়া’র (৩৫) বিরুদ্ধে।এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছে তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী মো.আতিকুর রহমান বাদি হয়ে মো.জাওদ হোসেন ভূইয়া (৩৫) কে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বি.আর.এস ৬২২ খতিয়ানের ১নং বীর কামাটখালী মৌজার ৩৩১২ দাগের ২.০১ শতাংশের খাতের ৬০ শতাংশ জমি জাওয়াদের ফুফুদের কাছ থেকে সাব কাবলা মূলে জমি রেজিস্ট্রি করে। বাদী আরও বলেন, আমাদেরকে বিবাদী করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারায় একটি মোকদ্দমা দায়ের করে। অতঃপর বিজ্ঞ আদালতে নির্দেশ মোতাবেক নান্দাইল মডেল থানা পুলিশ নিম্ন তফসিল বনিত দাগের পতিত জমিতে গিয়ে দুই পক্ষকে নোটিশ প্রদান করেন।
ভুক্তভোগী আতিকুর রহমান বলেন,কিছু দুষ্কৃতকারীদের সহযোগিতা নিয়ে এই জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।এর পর থেকেই জাওদ হোসেন ভূইয়া আমাকে ও আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ,অহরহ মারপিটের চেষ্টা, বিভিন্ন ধরনের ক্ষয়-ক্ষতি ও খুন জখমের ভয় ভীতি হুমকি দিতেন। তিনি আরো বলেন, এই জমি যদি জাওদকে না দেই তাহলে সে আমাকে প্রাণে মেরে ফেলবে।