আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে ১০ মে /২৫ কেশবপুর পালিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোট অনুষ্ঠিত হয়। ভোটে বিএনপি’র ত্যাগী নেতা হারুন অর রশিদ(চেয়ার প্রতিক) ২৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী রেজাউল করীম (ছাতা প্রতিক)১৫৯ ভোট পেয়ে পরাজিত হয়। সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল আলীম ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। যুগ্ম সম্পাদক পদে আবেদ আলী ১৯৭ ভোটে নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৫টি পদে ১১ জন প্রর্থী প্রতিদ্বন্ধিতা করেন। প্রিজাইডিং হিসাবে ছিলেন, লিটন পারভেজ, সদস্য ছিলেন মইন উদ্দিন ও রাজিব চৌধুরী। নব নির্বাচিত প্রার্থীদের কে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু অভিনন্দন ও পরাজিত প্রার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।