আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ও ইন্দুরকানী উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মাসুদ সাঈদী, আরো উপস্থিত ছিলেন হাসান-বিন-মুহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী, এছাড়াও সম্মানিত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র গঠনে সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। মৎস্যজীবীরা দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।