মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুরে এক নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষণের শিকার ওই নারী জানান, উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের শিংগীকুড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত ইউনুস মুন্সি (৫৬) প্রায়ই তাকে কূপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন (১৮-এপ্রিল) রাত আনুমানিক ১১টার সময় ওই নারীর স্বামী, বাড়ির বাহিরে অবস্থানের সূযোগে প্রতিবেশী ইউনুস মুন্সি তার বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীকে ইউনুস মুন্সি হুমকি ধামকি দিয়ে চলে যান। এরপর প্রায়ই তাঁকে নানান কৌশলে একাধিকবার ধর্ষণ করেন।