ফায়েজুল শরীফ,মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের জেলা বার ইউনিটের নেতৃবৃন্দের । বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়ে বেলা দেড় টায় শেষ হওয়া আইনজীবী ফোরামের উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব ও বক্তব্য প্রদাণ করেন মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মো: এমারাত হোসেন খান, সঞ্চালনা করে ও বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার আহমেদ চিশতী। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এ্যাডঃ এ,এস,এম মোক্তার কবির খান। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইউনুছ আলী রবি, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রোকন উদ্দিন মিয়া, সহকারী এ্যার্টনি জেনারেল এ্যাড. রেজাউল করিম রেজা ও এ্যাড. জুয়েল মুন্সি সুমন সহ মাদারীপুর জেলা বার ইউনিটের সহ-সভাপতি এ্যাড. সাইফুর রহমান চুন্নু, জেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক এ্যাড. জামিনুর রহমান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ফোরামের সাংগঠনিক কাঠামো, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনজীবীদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটির নেতারা মাদারীপুর বার ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং ফোরামকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। এসময় আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাড. শরীফ মো: সাইফুল কবীর বলেন, গোপালগঞ্জের পরে দ্বিতীয় অবস্থান হচ্ছে মাদারীপুর, অর্থাৎ ফ্যাসিবাদের দ্বিতীয় জন্মভূমি হচ্ছে মাদারীপুর। মাদারীপুরের মত জায়গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিগত দিনে এমন কোন কর্মসূচি নাই যেটা পালিত হয় নাই। আমরা আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি পালন করেছি। তিনি আরও বলেন বিএনপি কর্তৃক ঘোষিত সকল কর্মসূচিতে আমরা সক্রিয় উপস্থিত থেকে সহযোগিতা করেছি এবং আগামীতেও দলের কেন্দ্রীয় যে কোনো নীতি-নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় থাকবো।