আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্টোকহোল্ডারদের সাথে মহাপরিচালকের মতবিনিময় সভা ১৯ এপ্রিল ২৫ শনিবার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান। তিনি বলেন, মিঠাপুকুর প্রাথমিক শিক্ষকদের ছেলে মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে না পড়ে প্রাইভেট স্কুলে পড়েন, খুবেই দুঃখজনক। উক্ত ডিজি মহাদয়ের মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অদিদপ্তর থেকে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না করায় তাঁদের অন্তরে প্রশ্ন ও মনক্ষুন্য দেখা গেছে।বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান এনডিসি, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান, উপ পরিচালক জয়নাল আবেদীন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাধন ও দেলদুর হোসেন প্রমুখ।