নেত্রকোনা প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় সহস্রাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী শুভ নববর্ষের শুভেচ্ছা স্বরূপ একত্রিত হন এই আনন্দ শোভাযাত্রায়। শোভাযাত্রাতে অংশগ্রহণকারীরা সবাই সাদা ক্যাপ পরে সুশৃঙ্খলভাবে অংশ নেন। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল রঙিন সাজে সজ্জিত ঘোড়ায় চড়ে নেতৃবৃন্দের অংশগ্রহণ, যা উৎসবে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও উপভোগ করেন এই রঙিন আয়োজনে। এতে ছিল লোকজ সংস্কৃতির প্রকাশ, সম্প্রীতির বার্তা ও নববর্ষের নতুন সূর্যকে বরণ করে নেওয়ার প্রাণখোলা অভিবাদন। এই আয়োজন প্রমাণ করে সংগঠনের শক্তি তখনই প্রকাশ পায়, যখন তাতে থাকে ঐক্য, সংস্কৃতি ও জনগণের অংশগ্রহণ।