
মোহাম্মদ লাল মিয়া (জাহিদ) নীলফামারী প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের শুরুতেই উপজেলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও ডাক বাংলো মাঠে রেলিটি শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মেলাটি উদ্বোধন এবং বাংলা নববর্ষের শুভ সূচনা ঘোষনা করেন।
নতুন বছরের প্রথম প্রভাতে অনুষ্ঠানস্থল সেজে ওঠে বৈশাখী সাজে। সাদা, নীল, কমলা ও লাল রঙের বিভিন্ন বিভিন্ন প্রতি হাতে নিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আলম, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহুর রহমান এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির ও জলঢাকা বিভিন্ন সাংবাদিক সংগঠন, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়—এটি বাঙালির আত্মপরিচয় ও ঐতিহ্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে এই দিনটি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
আলোচনা সভা শেষে শুরু হয় জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন এর মধ্য দিয়ে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে শুরু হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, নৃত্য। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে সার্বিক নিরাপত্তা জন্য প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
Like this:
Like Loading...
Related