ক্রাইম রিপোর্টর:
সিরাজগঞ্জের সলঙ্গায় কুখ্যাত সন্ত্রাসী মাদক সম্রাট হেদায়েতুল আলম রেজা চেয়ারম্যানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সলঙ্গা ডাকবাংলো থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গত বুধবার ২ এপ্রিল সলঙ্গা থানা পুলিশ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান, মাদক সম্রাট হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার করে। অতঃপর ওসির গাড়িতে সামনের সিটে বসিয়ে জামাই আদর করে জেলহাজতে প্রেরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাস হয়।
এর প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম সরকার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, বক্তারা বলেন কুখ্যাত সন্ত্রাসী হেদায়েতুল আলম রেজার ফাঁসির দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলান, সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন, সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।