1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল অর্পণ

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 ক্রাইম রিপোর্টারঃ
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদার সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়াস্থ্য শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল অর্পণ করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলা বাসির পক্ষে সর্ব প্রথম শহীদ স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করেন। এরপর তিনি মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ,মেহেরপুর জেলা পরিষদের পক্ষে পৃথকভাবে পুষ্পমাল অর্পণ করেন,পরে পুলিশ সুপার মাকসুদ আখতার খানম জেলা পুলিশের পক্ষে,সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ স্বাস্থ্য বিভাগের পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন পরে, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল কবীর মিরপুর সরকারি কলেজের পক্ষে, মেহেরপুর পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম পৌরসভার পক্ষে, জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপির কামরুজ্জামান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনসহ মেহেরপুর গণপূর্ত বিভাগ, জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা, পানি উন্নয়ন বোর্ড, সিআইডি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার,জেলা শিক্ষা অফিস, এলজিইডি, জেলা সমাজসেবা অধিদপ্তর,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৎস্য অফিস, বিআরটিএ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল অর্পণ করা হয়।
পরে সেখানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়,এদিকে এরপর পরপরই মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গণ-কবরে পুষ্প মালা অর্পণ করা হয়,জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মালেক, বি আর টি এর ইন্সপেক্টর জিয়াউদ্দিন পৃথক পৃথকভাবে পুষ্প মারল অর্পণ করেন,পরে সেখানেও মোনাজাত করা হয়,এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন শামীম সাজেদুল ইসলাম আবির হোসেন তানজিনা আত্মার দৃষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট