1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও ধারণ করলে ব্যবস্থা বিমানবন্দরে ভিআইপি মর্যাদায় সেবা পাবেন প্রবাসীরা গাজায় একই পরিবারের ১২ জনসহ নিহত আরও ৬০ আমিনপুরে দুই এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকল ও ইজিবাইক সংঘর্ষে নিহত-২ পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে  দুদকের অভিযান।  সিরাজগঞ্জে বেড়েছে যুবলীগ কর্মী ফেরদৌস ও আলী আশরাফের উৎপাত,আতংকে সাধারণ মানুষ গোপালগঞ্জের পরেই ২য় ফ্যাসিবাদের জেলা হচ্ছে মাদারীপুর। আইনজীবী ফোরামের আলোচনায় সভায় একথা বললেন বক্তারা বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক আইন প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে আরব আমিরাত

বাগাতিপাড়ায় তরুণীকে দলবেধেঁ ধর্ষণ গ্রেফতার-৪

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে দলবেধেঁ ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন এবং রাতে বাগাতিপাড়ার উপর হাটদোল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

মামলা সূত্রে জানা গেছে, মোবাইলের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক হয় আসামি মেহেদী হাসানের। পরে গত এক মাস আগে তরুণীকে দেখা করার কথা বলে ঘটনার রাতে তরুণীর বাড়িতে (উপজেলার টেটনপাড়া) যায় মেহেদী। দেখা করতে তরুণীর কক্ষে ঢুকে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সাথে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সাথে আর যোগাযোগ রাখেনি সে। বাধ্য হয়ে মঙ্গলবার থানায় এসে গ্রেফতার চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী তরুণী।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগ করে। এরপর পুলিশ চারজন আসামিকেই গ্রেফতার করে।

ওসি আরও জানান, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর তরুণীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট