
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসনের সঞ্চালনায় কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান গোর্কি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু প্রমুখ। বক্তব্য শেষে ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও কনিষ্ঠ পুত্র প্রায়াত আরাফাত রহমান কোকো, ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকার নেতা কর্মী সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আল-মামুন, পৌর বিএনপির মানবাধিকার সম্পাদক আনভিল বাপ্পি, যুবদলের সদস্য সচিব সজিব কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু সহ পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related