
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের হরিনাদি গ্রামের ৫ বছর বয়সী মা হারা এতিম শিশুর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ভিকটিম আব্দুল বারেক এর মেয়ে মাইমুনা হরিনাদি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী। গত দুই বছর আগে তার মা মরণব্যাধি ক্যান্সারে মৃত্যুবরণ করে। পাশে বাবা থেকেও নেই। নানীর কাছে থেকেই ভুলে যায় মা হারানোর কষ্ট। মায়ের অভাব পূরণ করতে মামীকে ডাকতেন মা বলে মামি ও দিতেন মায়ের আদর। মা হারা মাইমুনা শিকার হয় যৌন নিপীড়নের প্রতিপক্ষের ভয়ে মুখ খুলতে নারাজ ভিকটিমের নানী আইনের আশ্রয় নিতে চাইলেও আসে হুমকি। মাইমুনার নানী বলেন মা হারা ছোট্ট শিশুটি গত ১১ মার্চ মঙ্গলবার সকাল ৮টার সময় গফুর ডিলারের ছেলে মন্জুরুল এর দোকানের সামনে খেলাধুলা করছিল তখন মন্জুরুল শিশুটিকে খাবার এর লোভ দেখিয়ে পর্দার আড়ালে নিয়ে যায়। পরে তার হাত পা বেধে টেবিলের উপর শুয়ায়ে পরনের জামা কাপড় ছিড়ে ফেলে। মাইমুনা তখন ভয়ে চিৎকার করলে পাশে থাকা মাদরাসার এক ছাত্রী এসে শিশুটির হাত পায়ের বাধন খুলে দেয়।
এ বিষয়ে মনজুরুল এর বড় ভাই এর কাছে বিচার চাইলে কোন পদক্ষেপ নেয়নি। পরে ভিকটিমের নানি ও মামা আইনের আশ্রয় নিতে চাইলে থানায় যেতে নিষেধ করে ধর্ষনকারীর ছোট ভগ্নিপতি হাবিবুর রহমান সে বিচার করে দিবে বলে আশ্বস্ত করে পরে আর কোন বিচার করেনি বলেও অভিযোগ ভিকটিমের নানির।
Like this:
Like Loading...
Related