মাহিদুল ইসলাম আউলিয়া রংপুর)প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে জোড়পূর্বক সম্পত্তি দখল করে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে মারধর-হুমকির স্বীকার হচ্ছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় খোরশেদ আলম বকুল(৫০) বাদী হয়ে ১০ জনের নামে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্র জানা গেছে, উপজেলার চেংমারি ইউনিয়নের তিলকপাড়া মৌজায় খোরশেদ আলম বকুলদের জমিতে একটি আম বাগান রয়েছে। প্রায় চার শতাধিক আম গাছ রয়েছে তার বাগানে। তার এই জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরে প্রতিবেশী হুজুর আলী(৫৫)সাদেকুল ইসলাম(৩৫),নূর আলম (৪৫)মজনু মিয়া(২৮), বিজয় মিয়া(২৫) নয়ন মিয়া(২১)আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন চেষ্ঠা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৪শে ফেব্রুয়ারি অভিযুক্তরা বাগানে গিয়ে দুটি আম গাছ কেটে ফেলে এবং বাগান দখল করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।ভুক্তভোগী খোরশেদ আলম বকুল বলেন,অভিযুক্তরা দীর্ঘদিন থেকে আমাদের বাগানটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বাগানের গাছ ও কেটেছে। এমন অবস্থা দেখে আমরা আদালতের মাধ্যমে ১৪৪ধারা জারি করি। তবে ১৪৪ধারা করে কোন লাভ হয়নি। তারা আদালতে নির্দেশ অমান্য করে আবারো একটি গাছ কর্তন করেছেন এবং জমি দখলে মরিয়া হয়ে উঠেছেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান,অভিযোগ পেয়েছি। বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঘটনার সত্যতা থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।