1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও অব্যাবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নির্ধারিত সময়ে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়া এবং বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোনা জেলা শাখা।
শনিবার সকালে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রভাষক সুমন আহমেদ এর সঞ্চালনায় হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল অহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান,জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অলি উল্লাহ বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় প্রধান শামিম তালুকদার, হাওর কবি শামছুদ্দোহা ফরিদ, সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।এই সময় বক্তারা হাওরে ফসল বাঁধে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যাক্ত করে বলেন- হাওরের কৃষকদের কষ্টে অর্জিত ফসল অকাল বন্যায় ভেসে যায় কিছু দুর্নীতি পরায়ন ব্যাক্তির জন্য।সরকার কোটি কোটি টাকা খরচ করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে।
আর কিছু অসাধু ব্যাক্তি তাদের পকেট ভারি করার জন্য হাওরে লক্ষ লক্ষ কৃষকের ফসল হুমকির মুখে ফেলে সঠিক ভাবে কাজ না করেই বিল উত্তোলন করে নিয়ে যায়। এ বছরও নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পর্ণ হয়নি। এইসময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন যদি বাঁধের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ সুষ্ঠ তদন্ত করে ব্যাবস্থা না নেয় তবে হাওর রক্ষা আন্দোলন রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট