আব্দুল্লাহ আল রোমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা পাবলিক হলে নেত্রকোনাস্থ কলমাকান্দা পরিবারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মশিউর রহমান রুবেলের সঞ্চালনায় ও সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তাহের খান (প্রিন্সিপাল, নেত্রকোনা সরকারি কলেজ), প্রফেসর ননী গোপাল সরকার, অধ্যক্ষ আব্দুল বাতেন, মোহাম্মদ আব্দুর রশিদ, ভূপেশ কিরন তালুকদার, এম জাহের উদ্দিন, পিযূশ কুমার সাহা।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ৪০০ সদস্য নিয়ে কলমাকান্দা পরিবার গঠিত। সমাজের শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে বদ্ধপরিকর থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই কলমাকান্দা পরিবারের সভাপতি সিরাজুল ইসলাম খোকন।