মোয়াজ্জেম সরকার দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদরের উত্তর বালুবাড়ী মহারাজা মাঠে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল- হিকমাহ্ স্কুল এর আয়োজনে দিনের বেলায় এক বিরাট “তাফসিরুল কোরআন মাহফিল ও নাশিদ সন্ধ্যা” অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থান- তারিখ- ২৮শে জানুয়ারি, রোজ- মঙ্গলবার। সময়- বাদ জোহর হইতে রাত ১১টা পর্যন্ত। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বাদ মাগরিব হইতে এশা পর্যন্ত তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন
খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। দ্বিতীয় বক্তা হিসেবে বাদ আসর হইতে মাগরিব পর্যন্ত বক্তব্য রাখবেন
হাফেজ মাওলানা আবুল কাশিম সরকার, দিনাজপুর। আরও স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন। বাদ এশা অনুষ্ঠিত হবে নাশিদ সন্ধ্যা নাশিদ সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় শিল্পী
জনাব মোঃ বোদরুজ্জামান এবং জাতীয় পর্যায়ে বারবার স্বর্ণ পদক প্রাপ্ত নাশিদ শিল্পী আবু রায়হান, হোসাইন আদনান, ইকবাল মাহমুদ, সালমান সাদী, আবির হাসান, তাওহীদ জামিল, ফজলে এলাহী শাকিব সহ কলরবের এক ঝাঁক জনপ্রিয় শিল্পীগণ। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী দামাত বারকাতুহু, সভাপতি, জাতীয় ইমাম সমিতি, দিনাজপুর জেলা। উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগ দিয়ে দোজাহানের কামিয়াবী হাসিল করু।