স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাস্বর গ্রামের নুরুল ইসলামের নামে জবর দখল ও হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী জোমেলা খাতুন তার বক্তব্যে বলেন খতিয়ান নং এস এ – ১৫৩ আর এস – ৩২ দাগ নং এস এ – ৩৯৫ আর এস – ৮১৬ জমির পরিমাণ ২৮ শতাংশ ইহার কাতে দশ শতাংশ সম্পত্তি আমি সহ আমার তিন বোন পৈত্রিক সূত্রে মালিক হইয়া খাজনা খারিজ পরিশোধ করে আসছি। বিগত দিনে আমার জমির উপরে ঘর উঠাইায়া আমি আমার পরিবার নিয়ে বসবাস করে আসিতেছি।
কিন্তু বর্তমানে নুরুল ইসলাম পিতা মৃত ইউনুস আলী তার দলবল সহ গত ১৯ /০১ /২০২৫ ইংরেজি তারিখ বেলা অনুমান ১১ ঘটিকার সময় আমার বসতবাড়ি ভাংচুর করিয়া আমাকে উচ্ছেদ করার চেষ্টা চালায়। নুরুল ইসলাম ও তার সঙ্গীরা আমাকে ও আমার দুই বোনকে মারধর করে ।
জেমেলা খাতুন অভিযোগ করে আরও বলেন, নুরুল ইসলাম একজন মাদক কারবারি, সন্ত্রাস ও চাঁদাবাজ।আমার দশ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে । আমরা আমাদের জায়গায় প্রবেশ করতে চাইলে সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে মারপিট ও হত্যার হুমকি দেয়।
জোমেলা খাতুন বাড়ি দখলের বিষয়ে বলেন, আমি বাড়ি থেকে কিছুদিন আগে আত্মীয় বাড়ি বেড়াতে গেলে গত ০৭/০৮/,২০২৪ ইং আগস্ট রাতের আঁধারে জোরপূর্বক একটি ঘর তুলেন।
এ ব্যাপারে জোমেলা খাতুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ,
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।