শিক্ষা ডেস্কঃ
বনজীবী আব্দুল হান্নান মিস্ত্রীর সংসার ছিল অভাব-অনটনের। তবুও দারিদ্র্য কখনো দমাতে পারেনি তার স্বপ্ন-ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একজন সরকারি কর্মকর্তা বানাবেন। সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নিল।
ছোটবেলা থেকেই আবু রায়হান ছিলেন অদম্য মেধাবী। পড়ালেখার প্রতি ছিল তার প্রবল আগ্রহ ও নিষ্ঠা। কিন্তু সীমিত আয়ের সংসারে পড়াশোনার খরচ চালানো ছিল বড় চ্যালেঞ্জ। কৃষক ও বনজীবী আব্দুল হান্নান মিস্ত্রীর পক্ষে সন্তানের শিক্ষার ব্যয় বহন করা ক্রমেই কঠিন হয়ে ওঠে।
ছেলের ভবিষ্যৎ গড়তে শেষ সম্বলটুকুও বিসর্জন দিতে দ্বিধা করেননি তিনি। সামান্য সহায়-সম্বল থাকা কৃষি জমি বিক্রি করে পাড়ি জমান দুবাইয়ে। একটাই স্বপ্ন-ছেলে হবে বড় সরকারি অফিসার।
বাবার সেই ত্যাগ বৃথা যায়নি। আবু রায়হান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হয়ে অনার্স সম্পন্ন করেন।
অনার্স শেষ করেই তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-তে ফিল্ড অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ৪৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রাখেন।
দীর্ঘ দেড়যুগ প্রবাসজীবনের পর ছেলের বিসিএস ক্যাডার হওয়ার সুখবর শুনে দেশে ফেরেন বনজীবী আব্দুল হান্নান মিয়া। প্রবাসের কষ্ট, ত্যাগ আর অপেক্ষার অবসান ঘটে সেদিন-যেদিন একজন বাবার স্বপ্ন পূর্ণতা পায়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড