বিশেষ প্রতিবেদকঃ
নির্বাচনের মাস ফেব্রুয়ারির শুরুতেই বাড়তি ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দফায় টানা ৮ দিনের ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এই দীর্ঘ ছুটি পেতে হলে প্রয়োজন হবে সামান্য পরিকল্পনা ও একটি দিনের ঐচ্ছিক ছুটি ব্যবহার।
শবেবরাত ঘিরে টানা চার দিনের সুযোগ
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে টানা ছুটি পাওয়া যাবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। ফলে মাত্র এক দিনের ছুটি ব্যবহার করেই টানা চার দিন বিশ্রামের সুযোগ মিলবে।
নির্বাচন উপলক্ষে আরও চার দিনের ছুটি
এরপর আবারও ছুটির সুযোগ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে এই দফায় পাওয়া যাবে আরও চার দিনের টানা ছুটি।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের কারণে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই নির্ধারিত ছিল।
২০২৬ সালের ছুটির চিত্র
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে।
এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীরা পাবেন ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিষ্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত আছে ২ দিনের ঐচ্ছিক ছুটি।
সব মিলিয়ে, ফেব্রুয়ারির শুরুতে সামান্য পরিকল্পনা করলে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা দীর্ঘ ছুটির আনন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড