স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী ডা. আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাময় নির্বাচনী গণমিছিল ও পথসভা। শাপলা কলি মার্কার পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত নির্বাচনী গণজোয়ার।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস সংলগ্ন কাছারি মাঠ থেকে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও শাপলা কলি মার্কার নানা স্লোগানে মুখরিত মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় কাছারি মাঠে এসে শেষ হলে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল রহমান। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে শাপলা কলি মার্কার বিজয় অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। সে লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আতিক মুজাহিদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জনগণ সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের পাশে থাকবে।”
সভা শেষে নেতাকর্মীরা শাপলা কলি মার্কার পক্ষে স্লোগান ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে এলাকায় নির্বাচনী গণজোয়ার আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড