হাফিজুর রহমান খান,গাজীপুরঃ
আগামী ৩০শে জানুয়ারি ২০২৬ থেকে টঙ্গীর বডবাড়ী গরুহাট প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে এক বিশাল গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলা ২০২৬। গ্রামীণ অর্থনীতি, দেশীয় শিল্পের প্রসার এবং মানবিক কার্যক্রমকে একত্রিত করে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা হস্তশিল্প, নকশীকাঁথা, মৃৎশিল্প, বাঁশ ও বেতজাত সামগ্রী, দেশীয় খাদ্যপণ্যসহ নানা ধরনের গ্রামীণ পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এই মেলার একটি গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হলো—গরীব, দুঃস্থ, অসহায় মানুষ ও শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ তহবিল গঠনের উদ্যোগ। মেলা উপলক্ষে সংগৃহীত তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ মানবিক কার্যক্রমে সামর্থবান ব্যক্তি ও সমাজসেবকদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দর্শনার্থীদের আকৃষ্ট করতে মেলায় থাকছে প্রতিদিনের দর্শকদের জন্য প্রবেশ টিকিটের ওপর আকর্ষণীয় পুরস্কারসহ র্যাফল ড্র। আয়োজকদের আশা, এই আয়োজন দর্শনার্থীদের মেলায় অংশগ্রহণে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগাবে।
এই বিশাল আয়োজনের সার্বিক সহযোগিতা ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে “আমার প্রাণের বাংলাদেশ”, যারা মেলার সার্বিক কার্যক্রম ও মানবিক উদ্যোগের সংবাদ দেশবাসীর কাছে তুলে ধরবে।
মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, আলোচনা সভা এবং উদ্যোক্তা ও সমাজসেবকদের সম্মাননা প্রদানসহ নানা আয়োজন থাকছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ এবং এই মানবিক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড